গ্রামীণফোন রিচার্জ অফার ইন্টারনেট সম্পর্কে বিস্তারিত জেনে নিন
আপনি কি গ্রামীণফোন রিচার্জ অফার ইন্টারনেট সম্পর্কে জানতে চাচ্ছেন? তাহলে আপনি সঠিক জায়গায় এসেছেন। আপনি এখানে জিপি রিচার্জ অফার সম্পর্কে অনেক কিছু জানতে পারবেন।
গ্রামীণফোন রিচার্জ অফার ইন্টারনেট সম্পর্কে বিস্তারিত জানতে আমাদের লেখা এই পোষ্টটি পড়তে থাকুন। আশা করি আপনি অনেককিছু জানতে পারবেন।
ভূমিকাঃ
জিপি সিম হচ্ছে গ্রামীণফোনের একটি সিম। বাংলাদেশে গ্রামীণফোন সকল টেলিকম অপারেটরের মধ্যে সর্বপ্রথম ই-সিম চালু করে। জিপি রিচার্জ অফার গুলোর দাম তুলনামূলক অন্যান্য সিম অফার অপেক্ষায় বেশি। কিন্তু অন্যান্য সিম নেটওয়ার্ক এর মত জিপি সিম বেশি ঝামেলা করে না। জিপি সিম এর গতি অন্যান্য সিম এর তুলনায় অনেক বেশি।
জিপি 4g সিম গুলো দ্বারা আমরা ব্রাউজ করে অনেক শান্তি পাই। এই পোষ্টের মাধ্যমে আপনি জিপি সিম দ্বারা কিভাবে ১ পয়সা সেকেন্ড কথা বলবেন, এর সুবিধা কি? জিপি রিচার্জ অফার, ভিআইপি নাম্বার এসব সম্পর্কে বিস্তারিত জানতে পারবেন। জিপি সিম শুরু থেকেই বাংলাদেশের মানুষের মনে জায়গা করে আছে।
জিপি ১ পয়সা অফার ২০২৪ঃ
জিপিতে বর্তমানে আপনি ৩০৯টাকা রিচার্জ করার মাধ্যমে ৬০দিন মেয়াদে ১ পয়সা সেকেন্ডে কথা বলতে পারবেন। তাছাড়াও আপনি মাই জিপি অ্যাপ এ What's New অপশন এর মাধ্যমে বা সরাসরি ৫০৯টাকা রিচার্জ করে ৫৪প্যসা/মিনিট এ কথা বলতে পারবেন। এর মেয়াদ ৯০ দিন। আবার আপনি ৯৮৯টাকা রিচার্জ করে ৩৬৫দিন মেয়াদে ৫৪পয়সা/মিনিট কথা বলতে পারবেন।
গ্রামীণফোন রিচার্জ অফার ইন্টারনেটঃ
জিপি রিচার্জ অফার অনেক রয়েছে। কিন্তু ২০২৪ সালে নতুন আপডেটে কি কি রিচার্জ অফার যুক্ত হয়েছে তা আমরা হয়তো খুব কম সংখ্যক মানুষই জানি। চলুন দেখে নেওয়া যাক জিপি রিচার্জ অফার ২০২৪ সম্পর্কে-
- জিপি ৩০ দিনের ইন্টারনেট অফার ২০২৪ঃ
- জিপি ৭ দিনের ইন্টারনেট অফার ২০২৪ঃ
- জিপি মিনিট রিচার্জ অফারঃ
- জিপি কম্ব রিচার্জ অফারঃ
জিপি নাম্বার বের করার নিয়মঃ
আপনার ব্যবহারকৃত জিপি নাম্বার যদি বের করতে চান তাহলে খুব সহজ উপায়ে আপনি বের করতে পারবেন। জিপি নাম্বার বের করার সবচেয়ে সহজ নিয়ম হলো ডায়াল প্যাডে *2# ডায়াল করে কল বাটনে চাপ দেওয়া। আবার আপনি মাই জিপি অ্যাপ এর মাদ্ধমেও আপনার জিপি নাম্বার দেখতে পারবেন। এই ক্ষেত্রে মাই জিপি অ্যাপ আপনার মোবাইল ফোনে ইন্সটল থাকতে হবে এবং জিপি নাম্বার দেখার জন্য আপনাকে মাই জিপি অ্যাপ এ ধুকতে হবে। এখানে ধোঁকা মাত্র আপনি আপনার জিপি নাম্বার সরাসরি দেখতে পারবেন।
ভিআইপি সিম নাম্বারঃ
ভিআইপি সিম নাম্বার বলতে সিমের নাম্বার গুলো অন্যান্য নাম্বার এর তুলনায় অনেক স্পেসাল হয়ে থাকবে। ধরুন আপনি বাংলাদেশের কোন একটি সিম অপারেটর এর সিম ব্যবহার করতেছেন এবং সেই নাম্বারটি ০১৭১২৪৫**** । কিন্তু এখানে নাম্বারটি যদি ভিআইপি হতো তাহলে ০১৭৭৭৭৭৭৭** হয়ে থাকতো।
বর্তমানে ভিআইপি নাম্বার গুলো ফেমাস কোন মানুষ ব্যবহার করে থাকে তাছাড়াও ভিআইপি নাম্বার গুলো নিতে হলে টাকাও বেশি লাগে। যেমন একটি সাধারণ সিম নাম্বার রেজিস্ট্রেশন করতে যদি ২০০ টাকা লাগে, তাহলে ভিআইপি নাম্বার রেজিস্ট্রেশন করতে ১০০০ প্লাস খরচ হবে।
জিপি সিম ব্যবহারের সুবিধাঃ
জিপি সিম ব্যবহারের অনেক সুবিধা রয়েছে। জিপি সিম ২০২৩ ডিসেম্বর মাস অনুযায়ী প্রায় 82.20 মিলিয়নেরও বেশি ব্যবহার করতেছে। আসুন দেখে নেওয়া যাক জিপি সিম ব্যবহারের সুবিধা গুলো-
- জিপি সিম সারা বাংলাদেশের যেকোনো জায়গায় ব্যবহার করা যায়। কারণ জিপি সিমের নেটওয়ার্ক সারা বাংলাদেশে পাওয়া যায়।
- জিপি সিম বর্তমানে ৪জি স্পিডে কাজ করে থাকে।
- জিপি সিমের ফোন কোয়ালিটি অনেক পরিস্কার। বিনা বাধায় ননস্টপ কথা বলা যায়।
- জিপি রিচার্জ অফার এর মাধ্যমে সহজে রিচার্জ করে জিবি,টাকা, মিনিট তোলা যায়।
- জিপি সিমের মাই জিপি অ্যাপ দ্বারা খুব সহজে জিপি সিমের অফার গুলো সম্পর্কে জানা যায় এবং মাই জিপি থেকে যেকোনো অফার ক্রয় করা যায়।
- জিপি সিমের টাকা শেষ হয়ে গেলে আবার যেকোনো মোবাইল ব্যাংকিং অ্যাপ যেমন, বিকাশ, রকেট, নগদ, উপায় থেকেও রিচার্জ করা যায়।
- জিপি সিমের ই সিম চালু থাকায় তা সরাসরি স্মার্ট ফোনের সাথে বিলটিং করা যায়।
- আবার মাই জিপি অ্যাপ এ এমন অনেক জিপি রিচার্জ অফার রয়েছে যেখানে রিচার্জ করলে ক্যশবেক পাওয়া যায়।
- তাছাড়াও মাই জিপি অ্যাপ দ্বারা বিভিন্ন নাটক, সিরিজ এবং বিভিন্ন খবর পাওয়া যায়। যেমন, খেলার খবর।
- জিপি সিম এর একটি সুবিধা হলো আপনি জিপি নাম্বার চেঞ্জ না করে অন্য যেকোনো সিমের নেটওয়ার্ক এর আওয়াতায় আপনি জিপি নাম্বার ব্যবহার করতে পারবেন। এই ক্ষেত্রে আপনি যে সিম এর নেটওয়ার্ক এর আওয়াতায় আসতে চান, শুধু সেই সিমের অফিসে যেয়ে আপনাকে চেঞ্জ করে নিতে হবে।
জিপি সিম 4g করার নিয়মঃ
জিপি সিম 4g করার নিয়ম খুবই সহজ। আপনি যদি আপনার জিপি সিম নাম্বারটি ৪জি করতে চান তাহলে এই ক্ষেত্রে আপনাকে আপনার আশেপাশের যেকোনো জিপি সেন্টার এ যেয়ে সিমটি 4g করে নিতে হবে। এই জন্য অবশ্যই আপনাকে আপনার ভোটার আইডি কার্ড সাথে নিয়ে যেতে হবে। সেখানে গেলে তারা আপনার ভোটার আইডি কার্ডের নাম্বার নিবে এবং আপনার ফিঙ্গার প্রিন্ট নিবে। তারপর ফিঙ্গার হয়ে গেলে আপনার সিম 4g হয়ে যাবে।
জিপি সিম 4g করতে ২০০টাকা খরজ হয়। আপনার জিপি সিমটি 4g কিনা তা চেক করতে চাইলে আপনাকে *121*3232# ডায়েল করতে হবে। তারপর কিছুক্ষণ অপেক্ষা করার পর জিপি কোম্পানি ম্যাসেজ এর মাধ্যমে আপনাকে জানিয়ে দিবে আপনার সিমটি 4g কিনা। তারপর আপনি জিপি রিচার্জ অফার দেখে একটি ভালো জিবি এবং মিনিট অফার কিনে জিপি 4g সিমের সুবিধা ভোগ করতে পারবেন।
গ্রামীণফোন নেটওয়ার্ক সমস্যাঃ
গ্রামীনফোন নেটওয়ার্ক সমস্যা সবসময় না থাকলেও মাঝে মদ্ধে সমস্যা হতে পারে। এটি শুধু গ্রামীনফোন এর ক্ষেত্রে না যেকোনো সিম অপারেটর নেটওয়ার্ক এর সমস্যা হতে পারে। আপনার জিপি সিম যদি 4g না হয় সেই ক্ষেত্রে এই সমস্যাটি বেশি হতে পারে। কারণ বর্তমানে বাংলাদেশের যেকোনো সিম কোম্পানি 4g সেবা চালু করছে।
4g সিম ব্যবহারে নেটওয়ার্ক আরও উন্নত হয়েছে। কল কোয়ালিটি, নেটের স্পিড এর গতি আরও গতিশীল হয়েছে। কিন্তু আপনার সিম যদি 3g হয়ে থাকে সেই ক্ষেত্রে আপনি 4g সিমের মত সুবিধা পাবেন না। তাই গ্রামীণফোন নেটওয়ার্ক সমস্যা মনে হলে আপনার সিমটি দ্রুত 4g তে কনভার্ট করুন।
মাই জিপি গ্রামীণফোনঃ
- মাই জিপি গ্রামীনফোন অ্যাপ দ্বারা আপনি আপনার ব্যালেন্স, মিনিট ও এসমেস চেক করতে পারবেন।
- Flexiplane অপশন দ্বারা নিজের প্যাক বানিয়ে নিতে পারবেন।
- Buy Internet অপশন দ্বারা ইন্টারনেট কিনতে পারবেন।
- Buy Minute অপশন দ্বারা মিনিট কিনতে পারবেন।
- Buy subscription অপশনে বিভিন্ন ওয়েবে যেমন,Hoichoy, chorki, tsports এ Subscription করতে পারবেন।
- আবার আপনি watch অপশনে ফ্রি ভিডিও নাটক, সিরিজ দেখতে পারবেন।
- Buy Bundles এ আপনি জিবি + মিনিট একসাথে মেয়াদে কিনতে পারবেন।
- আবার My Offer এ আপনি আপনার সিমের অফার অনুযায়ী জিবি মিনিট কিনতে পারবেন।
- Cashback offers এ আপনি আবার যেকোনো প্যাক কিনে Cashback Offers পেয়ে যাবেন।
- আপনি মাই জিপি অ্যাপ দ্বারা রিচার্জ, ব্যালেন্স ট্র্যান্সফার , itemized bil দিতে পারবেন।
- আবার আপনি ইমারজেন্সি ব্যালেন্স নিতে পারবেন এবং আপনার সকল কল, ইন্টারনেট, এসএমএস, রিচার্জ history চেক করতে পারবেন।
এছাড়াও আপনি যেসব সুবিধা পাবেন তা হলো-
- Roming
- Roming Rate
- Roming offer
- Welcome tune
- Missed Call Alert
- Gp Store location
- live chat with Customer service
- Deactivated lost sim, ইত্যাদি। এগুলো সেবা পেতে চাইলে আপনি আপনার স্মার্ট ফোনে মাই জিপি অ্যাপ ইন্সটল করুন। মাই জিপি অ্যাপ ডাউনলোড করতে চাইলে (My Gp App) ক্লিক করুন।
লেখকের শেষ কথাঃ
জিপি সিম ব্যবহারে আমরা অনেক উপকৃত হয়ে থাকি। বিশেষ করে এর 4g নেটওয়ার্ক ব্যবহার করে আমরা উচ্চ গতিতে নেট চালাতে পারি এবং পরিস্কার ভাবে ফোনে কথা বলতে পারি। জিপি সিমের কোস্ট অন্যান্য অপারেটর সিম থেকে একটু বেশি হলেও এর নেটওয়ার্ক অন্যান্য অপারেটর এর চেয়ে ভালো। আপনারা চাইলে দুইটি সিম কার্ডের সাথে একটি জিপি সিম ব্যবহার করতে পারেন। তাছাড়াও জিপি রিচার্জ অফার গুলো দ্বারা আপনি ৩০ দিন মেয়াদি অফার কিনে সারামাস জিবি এবং মিনিট কিনতে পারবেন।
পোষ্টটি আপনাদের ভালো লেগে থাকলে অবশ্যই আমাদের ওয়েবসাইটটি নিয়মিত ভিজিট করে পাশে থাকবেন।
অর্ডিনারি আইটির নীতিমালা মেনে কমেন্ট করুন। প্রতিটি কমেন্ট রিভিউ করা হয়।
comment url