উপায় একাউন্ট খোলার নিয়ম 2024 সম্পর্কে বিস্তারিত জেনে নিন

আপনি কি উপায়  একাউন্ট খোলার নিয়ম 2024 সম্পর্কে জানতে চাচ্ছেন? তাহলে আপনি সঠিক জায়গায় এসেছেন। উপায় একাউন্ট দ্বারা আপনি অনেক লাভবান হবেন। উপায় মোবাইল ব্যাংকিং সার্ভিসটি দ্বারা আপনি ফ্রিতে সেন্ড মানিসহ হাজারে ১৪টাকা চার্জে টাকা ক্যাশ আউট করতে পারবেন।


উপায় একাউন্ট সম্পর্কে আরও বিস্তারিত জানতে আমাদের লেখা উপায় একাউন্ট খোলার নিয়ম 2024 আর্টিকেলটি পড়তে থাকুন।

ভূমিকাঃ 

উপায় অন্যান্য মোবাইল ব্যাংকিং সার্ভিস গুলোর মতই কাজ করে। কিন্তু এখানে অন্যান্য মোবাইল ব্যাংকিং সার্ভিস এর তুলনায় সুবিধা বেশি প্রদান করে। আপনি চাইলে উপায় একাউন্ট খুলে এর সুবিধা গুলো নিতে পারেন। অ্যাপ এর মাধ্যমে আপনি খুব সহজ ভাবে উপায় চালাতে পারবেন।

মাঝে মধ্যে আবার উপায় একাউন্ট এ অনেক ক্যাশ ব্যাক অফার পাওয়া যায়। এর ফলে আপনার এক্সত্রা ইনকাম পাওয়া সম্ভব। তাই আর দেরি না করে এখনি উপায় একাউন্ট খোলার নিয়ম 2024 সম্পর্কে জেনে নিন। আর যত তারাতারি সম্ভব উপায় একাউন্টটি খুলে নিন।

উপায় একাউন্ট খোলার নিয়ম 2024ঃ

আপনি উপায় একাউন্ট মূলত দুইভাবে খুলতে পারবেন। একটি হলো উপায় অ্যাপ এর মাধ্যমে এবং আর একটি হলো বাটন মোবাইল এ ডায়াল করার মাধ্যমে। চলুন আর দেরি না করে উপায় একাউন্ট খোলার নিয়ম সম্পর্কে বিস্তারিত জেনে নিন-
অ্যাপ দিয়ে উপায় একাউন্ট খোলার নিয়মঃ
  • স্টেপ১ঃ প্রথমে আপনাকে গুওল প্লে-স্টোর হতে উপায় অ্যাপটি ডাউনলোড করে নিতে হবে। সরাসরি ডাউনলোড করতে (ডাউনলোড বাটনে) ক্লিক করুন। বর্তমানে এই অ্যাপটি প্রায় ৫মিলিয়ন এর বেশি ডাউনলোড করা হয়েছে।
  • স্টেপ২ঃ এবার উপায় অ্যাপটি আপনার স্মার্ট মোবাইল এ ইন্সটল হয়ে গেলে উপায় অ্যাপটি ওপেন করুন। তারপর যদি ALLOW কোন অপশন দেখায় তাহলে সেটি ক্লিক করবেন। তারপর আপনি যে নাম্বারটি দিয়ে উপায় একাউন্ট খুলবেন সেটি প্রবেশ করান। তারপর দেখবেন
  •  ভেরিফাই নাম্বার(Verify Number) বাটন দেখাবে সেখানে ক্লিক করুন।
  • স্টেপ৩ঃ এবার আপনি যে নাম্বার দিয়ে একাউন্ট খুলবেন সেই সিম এর রেজিস্টেশন ভোটার আইডি কার্ড এর সামনে এবং পিছের ছবি সাবমিট করুন।
  • স্টেপ৪ঃ এরপর উপায় অ্যাপ এ যেগুলো তথ্য চাইবে তা সঠিক ভাবে দিন। তারপর আপনার ভোটার আইডি কার্ড অনুযায়ী আপনার নাম এবং অন্যান্য তথ্য সঠিক থাকলে confrom বাটনে ক্লিক করুন।
  • স্টেপ৫ঃ সবশেষে আপনি আপনার পছন্দ অনুযায়ী শক্তিশালী পিন সেট করলেই আপনার উপায় একাউন্ট তৈরি হয়ে যাবে।

বাটন মোবাইলে উপায় একাউন্ট খোলার নিয়ম ২০২৪ঃ

  • প্রথমে আপনাকে আপনার মোবাইলের ডায়াল প্যাড এ *২৬৮# ডায়াল করুন।
  • এরপর দেখবেন Iam allowing gp to share my nid no and DOB to upay লেখা একটি পেজ আসবে। এখানে নিচে yes এবং No নামে অপশন থাকবে। আপনি এখানে সরাসরি 1 লেখে সেন্ড বাটনে ক্লিক করবেন।
  • তারপর succesfull started rejistresion proces লেখাটি আসবে। এখন আপনি ok বাটনে ক্লিক করুন।
  • এরপর আপনাকে উপায় থেকে একটি টেম্পোরারি Pin দিবে। এটি আপনি ২৪ ঘণ্টা পর্যন্ত ব্যবহার করতে পারবেন। এর মধ্যে আপনাকে নতুন PIN সেটআপ করতে হবে। তাছাড়া আপনাকে আবার নতুন উপায় একাউন্ট খুলতে হবে।
  • এবার আপনি আপনার আসল পিন সেটআপ করতে *২৬৮# ডায়াল করুন।
  • এবার আপনার উপায় থেকে পাওয়া PIN টি প্রবেশ করুন।
  • সবশেষে আপনার আসল PINটি প্রবেশ করান।
  • পুনরায় আসল PINটি প্রবেশ করান।
  • এখন সম্পূর্ণ রুপে আপনার উপায় একাউন্ট খোলা হয়ে যাবে এবং আপনার সামনে উপায় এর ইন্টারফেস চলে আসবে।

উপায় ক্যাশ আউট চার্জঃ

উপায় এর মাধ্যমে আপনি যেকোনো মোবাইল ফোন হতে, এজেন্ট হতে ক্যাশ আউট করতে পারবেন হাজারে মাত্র ১৪টাকা। উপায় অ্যাপ এর মাধ্যমে ক্যাশ আউট করা খুবই সহজ। উপায় খুব কম সময়ে বাংলাদেশের বাজারে আসলেও বর্তমানে উপায় অনেক জনপ্রিয়। যেকোনো লেনদেন এ আপনি উপায় ব্যবহার করতে পারেন।

উপায় সেন্ড মানি চার্জঃ

উপায় একাউন্ট এর মাধ্যমে আপনি প্রতিমাসে প্রায় ২০০,০০০ টাকা পর্যন্ত সেন্ড মানি করতে পারবেন। অর্থাৎ প্রতিদিন আপনি ২৫, ০০০ টাকা সেন্ড মানি করতে পারবেন। উপায় একাউন্ট এর সবচেয়ে ভালো সুবিধা হলো উপায় একাউন্ট এ সেন্ড মানি চার্জ লাগে না। অর্থাৎ আপনি একদম ফ্রিতে উপায় একাউন্ট হতে অন্য উপায় একাউন্ট সেন্ড মানি করতে পারবেন।

উপায় ক্যাশ আউট চার্জ এটিএমঃ

উপায় একাউন্ট থেকে টাকা তুলতে হলে হাজারে ১৪টাকা খরজ হয়। কিন্তু এটিএম থেকে টাকা তুলতে এখানে কোন চার্জ এর প্রয়োজন হবে না। আপনি খুব সহজে এটিএম থেকে টাকা উত্তলন করতে পারবেন। তাই আর দেরি না করে উপায় একাউন্ট খোলার নিয়ম গুলো জেনে এখনি উপায় একাউন্ট খুলে নিন।

উপায় একাউন্ট এর সুবিধাঃ

উপায় একাউন্ট এর অনেক সুবিধা রয়েছে। এগুলো সুবিধার কারনেই খুব অল্প সময়ে উপায় মানুষ এর কাছে খুবই জনপ্রিয় হয়ে উঠেছে। চলুন এখন আমরা উপায় একাউন্ট এর সুবিধা গুলো সম্পর্কে জেনে নি।
  • উপায় একাউন্ট দ্বারা আপনি প্রতিদিন ২৫,০০০ টাকা সেন্ড মানি করতে পারবেন। যেখানে আপনার কোন চার্জ লাগবে না।
  • উপায় একাউন্ট এর ক্যাশ আউট চার্জ হাজারে ১৪টাকা যা অন্যান্য মোবাইল ব্যাংকিং থেকে কম।
  • আপনি যেকোনো উপায় এজেন্ট হতে বা এটিএম হতে টাকা উত্তলন করতে পারবেন।
  • আপনি আপনার স্মার্ট মোবাইলের অ্যাপ দ্বারা এটি ব্যবহার করতে পারবেন। এর ফলে খুব দ্রুত অপারেটর করা যায়।
  • আবার যদি আপনার স্মার্ট মোবাইল না থাকে তাহলে আপনি বাটন মোবাইল দ্বারা *২৬৮# ডায়াল করেও চালাতে পারবেন।
  • আপনি উপায় একাউন্ট দ্বারা আপনার মোবাইল নাম্বারে ফ্লেক্সি দিতে পারবেন।
  • আবার আপনি যেকোনো বিল উপায় একাউন্ট দ্বারা পরিশোধ করতে পারবেন।

উপায় একাউন্ট পিন চেঞ্জ করার নিয়মঃ

উপায় একাউন্ট এর জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ হলো পাসওয়ার্ড বা পিন কোড। উপায়ে একাউন্টে মানুষ অনেক টাকা রাখে। আর এই টাকা রক্ষণাবেক্ষণ করে থাকে এই পাসওয়ার্ড বা পিন। এই পিন যদি অন্য কেউ পেয়ে থাকে তাহলে আপনার উপায় একাউন্টে থাকা সম্পূর্ণ টাকা আত্মসাৎ করে নিতে পারে। তাই আমাদেরকে অবশ্যই উপায় একাউন্টে একটি শক্তিশালী পিন ব্যবহার করা উচিত। কিন্তু অনেক সময় মানুষ এই পিন ভুলে যায়। এখন আমরা জানবো উপায় একাউন্ট পিন চেঞ্জ করার নিয়ম।
  • প্রথমে আপনাকে আপনার মোবাইল হতে *২৬৮# ডায়াল করতে হবে।
  • এরপর আপনাকে মাই উপায় অপশনে প্রবেশ করতে হবে।(My upay)
  • তারপর দেখবেন চেঞ্জ পিন(Change pin) নামের একটি অপশন রয়েছে। এখানে প্রবেশ করুন।
  • এবার আপনি আপনার ব্যবহারক্রিত পিন দিন।
  • তারপর আপনার নতুন পিন দিন। এখানে অবশ্যই আপনাকে শক্তিশালী পিন দিতে হবে। তারপর পরের অপশনে আবার পুনরায় আপনার নতুন পিন দিন।
  • সবশেষে আপনার উপায় একাউন্ট এর পিন চেঞ্জ হয়ে যাবে।

উপায় মোবাইল ব্যাংকিং কোডঃ

উপায় একটি জনপ্রিয় মোবাইল ব্যাংকিং মাধ্যম। উপায় মোবাইল ব্যাংকিং কোড হলো *২৬৮#। আপনি আপনার স্মার্ট মোবাইল বা যেকোনো বাটন ফোন হতে *২৬৮# কোডটি ডায়াল করে উপায় একাউন্ট দেখতে পারবেন। তাছাড়াও আপনি আপনার স্মার্ট মোবাইল এ উপায় অ্যাপ ইন্সটল করেও দেখতে পারবেন। তবে উপায় অ্যাপ এর একটি সমস্যা হলো এটি ইন্টারনেট কানেকশন ছাড়া ব্যবহার করা যায় না।

উপায় পিন ভুলে গেলে করনীয়ঃ

উপায় এর PIN ভুলে গিয়েছেন? ভয় এর কোন কারণ নেই। যদি কখনো আপনার উপায় PIN ভুলে যান, তাহলে সেইখেত্রে আপনাকে ১৬২৬৮ নাম্বারে কল দিয়ে বিস্তারিত জেনে নিয়ে কাজ করতে হবে। তাছাড়া আপনি উপায় এর সার্ভিস পয়েন্টে যেয়ে ঠিক করে নিতে পারবেন। মনে রাখবেন এই ক্ষেত্রে যে ভোটার আইডি কার্ড দিয়ে আপনার উপায় একাউন্ট খোলা সেটি অবশ্যই সাথে নিয়ে আসতে হবে।

লেখকের শেষ কথাঃ

ইতিমধ্যে আপনরা উপায় একাউন্ট খোলার নিয়ম সম্পর্কে জানার পাশাপাশি উপায় সম্পর্কে আরও অনেক কিছু জানতে পারলেন। আপনি চাইলে উপায় একাউন্টটি খুলতে পারেন। এটি দ্বারা আপনি অনেক ভাবে লাভবান হতে পারবেন।

পোস্টটি আপনাদের ভালো লেগে থাকলে অবশ্যই নিয়মিত আমাদের ওয়েবসাইটটি ভিজিট করে পাশে থাকবেন।

এই পোস্টটি পরিচিতদের সাথে শেয়ার করুন

পূর্বের পোস্ট দেখুন পরবর্তী পোস্ট দেখুন
এই পোস্টে এখনো কেউ মন্তব্য করে নি
মন্তব্য করতে এখানে ক্লিক করুন

অর্ডিনারি আইটির নীতিমালা মেনে কমেন্ট করুন। প্রতিটি কমেন্ট রিভিউ করা হয়।

comment url